আগস্ট ১৮, ২০১৬
নুরে শাহী আলম (লাবলু)/বিশেষ প্রতিনিধি গাইবান্ধা/
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুানালের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী মাওলানা আব্দুল লতিফকে গ্রেফতার করেছে।
জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর নামক চরের আনছার আলীর বাড়ি থেকে আব্দুল লতিফকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন ব্যাপারীর ছেলে ও খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপারিন্টেন্ডেন্টন।
চলতি বছরে উক্ত ট্রাইব্যুনাল মাওলানা আব্দুল লতিফ, জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারী পরোয়ানাজারী করার পর থেকে সে উক্ত চরে আত্মগোপনে ছিল। সে স্বাধীনতা যুদ্ধকালে মাওলানা আব্দুল আজিজের সহচর হিসেবে কাজ করেছে বলে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান।
বৃহস্পতিবার ১৮ই আগস্ট, ২০১৬ ইং