জুলাই ১১, ২০১৬
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা পৌর শহরে ভাসাইনগর ও দাড়িপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে ভাসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসিথত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের খান আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসিথত ছিলেন ঠাকুরঁগাও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আল হেলাল, উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ফজলে বারী সুজা । পরে প্রধান অতিথি পৌর শহরের দাড়িপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। গ্রাম দুটিকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ লাইন নির্মাণ করে ১৩৩ টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে।
আল মামুন/১১ই জুলাই, ২০১৬ ইং