আগস্ট ৮, ২০১৬
শরিফুল ইসলাম/
ঠাকুরগাঁয়ে আবু তালেব (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর এলাকায় ঠাকুরগাঁও ভাওলার হাট নেকমরদ পাকা রাস্তার পাশের্ পুকুরে ভোর বেলা এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় । পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
জানা যায মৃত আবু তালেব শীবগঞ্চ বাজারের আশরাফ আলী ছেলে । এ ব্যাপারে পুলিশ জিঞ্জাসাবাদের জন্য সইদুল নামে একজন কে আটক করেছে । সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান এ বিষয়ে তদন্ত চলছে ।
ঠাকুরগাঁও প্রতিনিধি/৮ই আগস্ট, ২০১৬ ইং