সেপ্টেম্বর ২৩, ২০১৬
।।এ এম রাকিব/যশোর প্রতিনিধি।।
যশোরের চৌগাছায় ৪ নং ধুলিয়ানি উয়নিয়নের বড় কাবিলপুর ও ছোট কাবিলপুর গ্রামের বিদুৎ সংযোগ বৃহস্পতিবার বিকাল ৪ টার উদ্ভোধন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে উপস্থীত ছিলেন এ্যাড মনিরুল ইসলাম মনির এম.পি মাননীয় জাতীয় সংসদ সদস্য ৮৬, যশোর ২ চৌগাছা ঝিগরগাছা ও সদস্য যোগাযোগ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিনি বিশেষ অতিথী হিসেবে ছিলেন জনাব এস এম হাবীবুর রহমান উপজেলা চেয়ারম্যান, চৌগাছা, যশোর। জনাব দেবাশীষ মিস্র জয় উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আকলিমা খাতুন লাখি, জনাব নুর উদ্দিন আল হিমেল এবং সদস্য ছিলেন চৌগাছা উপজেলা ছাএলিগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এইচ, এম, ফিরোজ হোসেন অনুষ্টানে উপস্থীত ছিলেন।