আগস্ট ১০, ২০১৬
এম শিমুল খান/
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় পানিতে ডুবে ফেরদৌস শেখ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ কাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফেরদৌস দক্ষিণ কাশালিয়া গ্রামের আবুল খায়ের শেখের ছেলে।
কাশালিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বাড়ির উঠানে বসে খেলতে ছিল শিশু ফেরদৌস। এরপর ওই শিশুকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের বাড়ির পাশের পুকুরে লাশ ভেসে ওঠে।
গোপালগঞ্জ প্রতিনিধি/ ১০ই আগস্ট, ২০১৬ ইং